• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে লিয়াকত আলীর জয়

sylhetnewspaper.com
প্রকাশিত মে ২১, ২০২৪
জৈন্তাপুরে লিয়াকত আলীর জয়

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী জয় লাভ করেছেন।

মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫ টি ভোট।

তার নিকতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের প্রবাসী আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আব্দুল গফফার চৌধুরী। তিনি ২৩ হাজার ৯শ ৫৬টি ভোট পেয়েছেন।

স্থানীয় সূত্রে এসব তথ্য জানানো হয়ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ প্রার্থী অংশ নেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন লড়াই করেন।

জৈন্তাপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৬শ ১১ জন। যাদের মধ্যে ৬৪ হাজর ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬টি।

মঙ্গলবার সিলেট জেলার ৩টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্য দুটি উপজেলা হলো গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন