• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

অপরাধ নিয়ন্ত্রণের দাবিতে তেররতন এলাকাবাসীর অভিযোগ দায়ের

sylhetnewspaper.com
প্রকাশিত মে ২১, ২০২৪
অপরাধ নিয়ন্ত্রণের দাবিতে তেররতন এলাকাবাসীর অভিযোগ দায়ের

দীর্ঘদিন থেকে সিলেট নগরীর শাহপরাণ থানার তেররতন এলাকায় মাদক, জুয়াসহ নানা ধরণের অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর উৎকন্ঠা বাড়ছে।

অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং এলাকার যুব সমাজসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবক্ষয় থেকে রক্ষা করার জন্য এবার তারা দারস্থ হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধির ও আইনশৃঙ্খলা বাহিনীর।

সর্বশেষ খবর সিলেট ভয়েস গুগল নিউজ চ্যানেলে।
সোমবার (২০ মে) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র‌্যাব-৯, মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ, এসএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।

লিখিত অভিযোগে তারা তেররতন এলাকাকে রক্ষা করার পাশাপাশি কিশোর গ্যাংয়ের উৎপাত ঠেকাতে পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অভিযোগ দাখিলের সময় এলাকাবাসীর পক্ষে আক্তার হোসেন, জালাল আহমদ সাহেদ, ফটিক মিয়া, সৈয়দ রহিম আলী রাসু, এনাম আহমদ, সবুজ আলী, দেলোয়ার হোসেন দিনার, রুহেল, মুন্না আহমদ, আব্দুস সাদিক তারেক, আবুল কাশেম, মান্না আহমদ, মাহফুজ আহমদ, মুক্তা আহমদ, মারুফ আহমদসহ এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন