• ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

সিলেটের নারী শ্রমিকরা জানেন না মে দিবস কী!

sylhetnewspaper.com
প্রকাশিত মে ১, ২০২৪
সিলেটের নারী শ্রমিকরা জানেন না মে দিবস কী!

কেউ কেউ জানলেও পেটের দায়ে মানতে পারেন না দিবসটি। কেননা কাজ না করলে ভাত জুটবে না তাদের। তাই সকাল থেকে সন্ধ্যা কিংবা রাত পর্যন্ত কাজ করতে হয় তাদের। নেই কর্মঘণ্টার হিসাব, কিন্তু এরপরও ন্যায্য মজুরি বঞ্চিত এই মানুষগুলো এভাবেই কাজ করে যাচ্ছেন দিনের পর দিন। হাড় ভাঙা খাটুনি খেটে যা ইনকাম করেন তা দিয়েই চলে সংসার। সুতরাং এসব দিবস নিয়ে ভাবনার সময় নেই তাদের। এমনই কয়েক জন শ্রমজীবী মানুষের সাথে কথা বললে বেরিয়ে আসে এসব কথা।

প্রায় ৫ বছর ধরে পাথর উঠানো, নামানোর কাজ করে আসছেন নারী শ্রমিক জায়েদা। তিনি বলেন, সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পযর্ন্ত এই কাজ করেন তিনি কিন্তু মে দিবস নামে যে একটা দিবস রয়েছে বা এই দিনে কাজের ছুটি এটা তিনি জানেন না। তিনি বলেন, পেটের দায়ে এখানে এতো কষ্টের কাজ করতে আসেন। এই সব দিবসের কথা তারা জানেন না। তারা শুধু জানেন কাজ করলে পরিবারের সবার আহার জুটবে তথা সংসার চলবে।

আরেক জন চা শ্রমিক রিতা বেগম বলেন- আমরা এখানে টাকার বিনিময়ে কাজ করি, কিন্তু ন্যায্য টাকা পাই না। যা পাই তা দিয়ে কোন রকমে জীবন চালাই। এই সব দিবস কি আমাদের জানার দরকার নাই, কাজ বন্ধ রাখলে তো পেট চলবে না।

চা বাগান ও পাথর কোয়ারি অধ্যূষিত সিলেটে এই দুটি শিল্পে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা কাজ করে থাকেন। কিন্তু নিজেদের জন্য যে একটা দিবস আছে তা জানেন না অধিকাংশরাই। পুরুষ শ্রমিকরা কিছুটা জানলেও মানতে পারেন না তারা। চা বাগানে ছুটি থাকলে ও পাথর ভাঙা মিলে নেই মে দিবসের কোন বাধ্যবাধকতা। তাই মিল চললে কাজে যোগ দিতে হয় তাদের, এমনটাই জানালেন কর্মরতরা। অর্থাৎ যাদের জন্য এ দিবস তারাই এখনো রয়েছে অনেকটা অন্ধকারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন