• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার ১২ আসামীকে গ্রেফতার

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার ১২ আসামীকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর হত্যা মামলার ১২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাসুক মিয়া (৪০), কাসেম শিকদার (৪০), অহিদ মিয়া (৪৫), ছারু শিকদার (৩৫), শাহদত খাঁ (৪০), শানু মিয়া (৩৮), খোকন মিয়া (৪০), সুজন মিয়া (৩২), সুজন মিয়া (৪০), বিল্লাল মিয়া (৪০), নছরু সরকার (৩৬), মৃত বলু মিয়া ছেলে ছাদেক (৩৫)।

গ্রেফতারকৃত আসামীদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল সকাল ১০টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহজাদাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন মৃত্যু বরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন