গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি’র গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হুমায়ুন আহমদকে অপ-সাংবাদিকতা ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত সন্দেহে প্রেসক্লাব সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়েছে।
হুমায়ুন আহমদ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি’র গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মাই টিভি’র পরিচয়ে তিনি সাংবাদিকতার আঁড়ালে সংবাদ প্রকাশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার সাথে সখ্যতার ভয়-ভীতি ও গোয়াইনঘাট এবং সিলেটের সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্য করায় এ সিদ্ধান্ত নিয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাব। এ নিয়ে জনপদে সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে।
যার ফলে গোয়াইনঘাট প্রেসক্লাব বিশেষ সভা আহ্বান করে একটি তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপ-সাংবাদিকতা ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।
গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রফিক সরকার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন