পূণ্য ভূমি সিলেটে পবিত্র রমজান মাসেও থেমে নেই আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যক্রম। সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।
শুক্রবার(২২মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী হোটেল যাত্রীসেবা আবাসিকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-হারিস আহমদ(৩৩), মো.লিপন মিয়া(২৫), আল আমীন (৪২), মনোয়ারা(২৪)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন