• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজনগরে ভাইয়ের হাতে ভাই খুনের প্রধান আসামিসহ গ্রেফতার ২

sylhetnewspaper.com
প্রকাশিত মার্চ ১০, ২০২৪
রাজনগরে ভাইয়ের হাতে ভাই খুনের প্রধান আসামিসহ গ্রেফতার ২

মৌলভীবাজারের রাজনগরে ভাইয়ের হাতে ভাই খুনের আলোচিত মামলার প্রধান আসামি ও ভারতীয় নাসির বিড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।

শনিবার(৯ মার্চ)ভোর রাতে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সুমন চন্দ্র হাজরা ও এসআই সওকত মাসুদ ভূইয়া,এসআই সুলেমান আহমদ সহ একদল পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ভাইয়ের হাতে ভাই খুনের আলোচিত মামলার প্রধান আসামি মো.আব্দুল মুকিদ (২৪)কে সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রাম থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকান্ডে জড়িত বলে স্বীকারোক্তি দেয়। এছাড়াও রাজনগর থানা পুলিশের অন্য একটি অভিযানে এসআই অরূপ সরকার, এএসআই সাইফুল ইসলাম, কনস্টেবল মোশাররফ হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের জনৈক আব্দুস সালাম এর বাড়ি থেকে শাহজাহান মিয়া (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়ার হেফাজত থেকে ২৪ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, খুনের মামলার আসামি ও বিড়িসহ আটক দুইজনকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন