সিলেট সেক্টর বিজিবির অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯) বিজিবির লালাখাল বিওপির আওতাধীন জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির লালাখাল বিওপির একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে এসব চিনি উদ্ধার করতে করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ বিজিবির লালাখাল বিওপির ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল টিম দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় চিনির পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন