• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

sylhetnewspaper.com
প্রকাশিত মার্চ ৭, ২০২৪
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল ছোবান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের আব্দুল ছোবান (৬০) এর সাথে একই গ্রামের শফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরধরে সকালে উপয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আব্দুল ছোবান ঘটনাস্থলেই মারা যান।

এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেয় থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেস ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন