• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

রাষ্ট্রপতি পদক পেলেন র‍্যাব’র গোয়েন্দা কর্মকর্তা নজরুল ইসলাম

sylhetnewspaper.com
প্রকাশিত মার্চ ১, ২০২৪
রাষ্ট্রপতি পদক পেলেন র‍্যাব’র গোয়েন্দা কর্মকর্তা নজরুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা: সিলেটের এক সময়ের দুর্দান্ত গোয়েন্দা অফিসার নজরুল ইসলাম বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার যিনি। এখন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন টিম ইন্টেলিজেন্স উইং এর সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত থেকে আবারো রাষ্ট্রপতি পদক পেলেন।

সাহসিকতা, সততা ও মাদক বিরোধী তৎপরতা সন্ত্রাস জঙ্গিবাদ দমন সহ বিভিন্ন বিরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই অর্জিত পদক ২০১২ সালে প্রথম বারের মতো রাষ্ট্রপতি পদক প্রাপ্ত হয়েছিলেন। এরপর ২০২২ সালে তিনি আই জি পদক পেয়েছিলেন। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন।

এ্যাডিশনাল এস পি র‍্যাব কর্মকর্তা নজরুল ইসলাম আবারো রাষ্ট্রপতি পদক পাওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন