• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কমিটি গঠন: হামিদ সভাপতি,সাদিক সম্পাদক

sylhetnewspaper.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৪
সিলেটে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কমিটি গঠন: হামিদ সভাপতি,সাদিক সম্পাদক

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট মহানগর শাখার কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটি।

মোঃ আব্দুল হামিদ’কে সভাপতি ও সাদিক হোসাইন খাঁন তুর্কী কে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ রতন ও দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সিলেট মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

এডহক কমিটিতে সদস্য পদে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, এই কমিটি আগামী (৯০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন না করলে ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন