সিলেটের দক্ষিণ সুরমায় জুয়া খেলার সামগ্রীসহ ৬জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্বীন ব্রিজের পশ্চিম পাশে সুইপার কলোনীর একটি পরিত্যক্ত ঘরের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- ভার্থখলা সুইপার কলোনীর মৃত ওসমান মিয়ার ছেলে মানিক মিয়া (৪০), বাবনা পয়েন্ট এলাকার নূর ইসলামের ছেলে ফুল মিয়া (৩৫), ভার্থখলা শফিক মিয়ার কলোনীর মৃত হাবী রহমানের ছেলে শাহীনূর (৪৫), কাওসার মিয়ার কলোনীর মৃত আব্দুল মনাফের ছেলে মো. শাহীন (২৩), স্টেশন রোডের শামীম হোটেল এর স্টাফ স্বপন চন্দ্র তালুকদার (৩৫) ও ভার্থখলা মোক্তার মিয়ার কলোনীর মৃত আলী রহমানের ছেলে মো. রুবেল (২৮)।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন