• ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

শাহপরাণ(রহ.)থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৪
শাহপরাণ(রহ.)থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন আসামী গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মোঃ মঞ্জুরুল ইসলাম শাহপরাণ (রহ.) থানাধীন শাহজালাল উপশহরের বাসিন্দা আলহাজ্ব মাহমুদুর রহমানের ছেলে।

এতে আরো বলা হয়, শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় এসআই (নিঃ) অনুপ কুমার চৌধুরী, এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান, এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ, এএসআই(নিঃ) আব্দুল মালিক ও এএসআই (নিঃ) আল ইমরান বিন রাজ্জাক বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন