• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে কেন নসরুল হামিদ এমপির উপর ক্ষেপলেন আ.লীগ নেতারা?

sylhetnewspaper.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৪
জৈন্তাপুরে কেন নসরুল হামিদ এমপির উপর ক্ষেপলেন আ.লীগ নেতারা?

জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন প্রসেস প্ল্যান্ট স্থাপন কার্যক্রম উদ্বোধন এবং সিলেট ১০নং গ্যাস কূপ পরিদর্শন করে সেখানে কোম্পানীর কর্মকর্তাদের সাথে সূধী সমাবেশ ও পানিছড়া উমনপুর কোম্পানীর প্রধান কার্যালয়ে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বােধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপির সঙ্গে স্থানীয় উপজেলা আ.লীগের কয়েকজন নেতাকর্মীর বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক স্থানীয় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্যাস ফিল্ডের প্রধান ফটকের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

অদ্য শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডে এ ঘটনা ঘটে।

বাকবিতণ্ডার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহির রায়হান জানান- চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের কোন আয়োজনে স্থানীয়ভাবে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অদৃশ্য কারণে অবমূল্যায়ন করেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান। আজকে আমাদের উপজেলায় উক্ত আয়োজনের সংবাদ পেয়ে আমিসহ আমাদের উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি আমাদের দেখে জিজ্ঞেস করেন আমরা কেন সেখানে? তখন আমিসহ আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচয় দিলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের বলেন- ‍’এখানে আওয়ামী লীগের কোন দালালি চলবে না’।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন- সেখানে যাওয়াটা হয়তো আমাদের অপরাধ তবে আমরা আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে প্রকাশ্যে গোটা আওয়ামী লীগ সংগঠনকে নিয়ে উনার এমন কুরুচিপূর্ণ বক্তব্যে ক্ষেপে যান উপস্থিত নেতাকর্মীরা।

প্রতিবাদে তাৎক্ষণিক আমরা গ্যাস ফিল্ডের প্রধান ফটকের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করলে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ ও উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন