• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে পোশাক বিতরণ করল মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি

sylhetnewspaper.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে পোশাক বিতরণ করল মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি

সিলেট নগরীতে আজ বিনামূল্যে নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শতাধিক শিশু। বেলা সাড়ে ৪ টায় শহরের ৩৬নং ওয়ার্ড এর বালুচরে সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ১৫০ শিশুর জন্য জামা,পেন্ট,সোয়েটার,বিতরণ করে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটি।

১২ ফেব্রুয়ারী রোজ সোমবার নগরের বালুচরে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বালুচর এলাকার ৩ থেকে ১৩ বছর বয়সী ১৫০ শিশুকে উপহার দেয়া হয়।

মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদ আহমদ এর পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার তাহেরা ও সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান শিকদার।

আরও বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি মাওলানা মাসুম আহমদ,সিরাজুল ইসলাম সিরাজ,হেলু মিয়া,তজমুল ইসলাম ,মাসুক আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ শামিম মিয়া,সৈয়দ আল আমীন,মোঃ মখলিছ মিয়া প্রমুখ।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন