• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট মহানগর যুব মহিলা লীগ থেকে বহিস্কার লাকি

sylhetnewspaper.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪
সিলেট মহানগর যুব মহিলা লীগ থেকে বহিস্কার লাকি

সিলেট মহানগর যুব মহিলা লীগ থেকে সাংগঠনিক সম্পাদক লাকি আক্তার ওরফে লাকি আহমেদকে বহিস্কার করা হয়েছে।

গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনের এক জরুরি বৈঠকে তাকে বহিস্কার করা হয়।

সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি সুফিয়া ইকবাল ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মরিয়ম পারভীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক, সংগঠন বিরোধী এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে বলে এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকি আক্তার ওরফে লাকি আহমেদকে সিলেট মহানগর যুব মহিলা লীগ থেকে বহিস্কার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন