কোম্পানীগঞ্জ উপজেলাকে শিক্ষা,শান্তি ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে ইচ্ছুক সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতি সিলেটের প্রচার সম্পাদক,শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল তালতলা সিলেটের পরিচালক, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সহ সস্পাদক, অনলাইন নিউজ পোর্টার সিলেট দিগন্ত ডটকম সম্পাদক ও প্রকাশক এর সম্পাদক,তরুণ সমাজসেবক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল বলেন, আমি ছাত্র জীবন থেকেই মানবসেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। উপজেলার উন্নয়নে বিভিন্ন সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত থেকে কাজ করছি। প্রাকৃতিক দুর্যোগের সময় এপেক্স ক্লাবের সহযোগিতায় বিপদগ্রস্ত মানুষে পাশে থেকে কাজ করেছি। সেবামূলক কাজ অব্যাহত রাখার ও কোম্পানীগঞ্জ উপজেলাকে শিক্ষা, শান্তি ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক। এ ব্যাপারে তিনি কোম্পানীগঞ্জ উপজেলাবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন