• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

সিলেটে ১২০ বস্তা চোরাই চিনিসহ চোরাকারবারি আটক

sylhetnewspaper.com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪
সিলেটে ১২০ বস্তা চোরাই চিনিসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অভিযানে ১২০ বস্তা চিনি উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এসময় চিনি পাচারের দায়ে গোপালগঞ্জ জেলার কাসিয়ানি থানার কুসুমদিয়া গ্রামের ফায়েক মোল্লার ছেলে অনিক মোল্লাকে আটক করা হয়।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তেমুখী বাইপাস পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর টুকের বাজার তেমূখী পয়েন্ট এলাকায় বিশেষ চেকপোস্ট চলাকালে একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পুলিশ দেখে গতিপথ পাল্টানোর চেষ্টা করলে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে কাভার্ড ভ্যঅন থেকে সর্বমোট ১২০ বস্তা চিনি জব্দ করা হয়। প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে মোট ৬০০০ (ছয় হাজার) কেজি চিনি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জালালাবাদ থানার এএসআই মো. রেজাউল করিম বাদী হয়ে গ্রেপ্তার আসামীসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। আটক আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন