সাংবাদিক দেবব্রত রায় দিপন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
গত ১৪ জানুয়ারি থেকে দিপনের কেমোথেরাপির প্রথম ডোজ শুরু হয়, যা শেষ হয়েছে ১৬ জানুয়ারি।
চিকিৎসকরা জানিয়েছেন, ১৪ দিন অন্তর অন্তর আরও ৭ টি অর্থাৎ মোট ৮ টি কেমোথেরাপি দিতে হবে দিপনকে।
এরপর ২৩ মে করা হবে রেডিও থেরাপি। পরবর্তীতে সিটিস্ক্যান সম্পন্নের পর অস্ত্রোপচারের দিনক্ষণ ঠিক করা হবে।
সাংবাদিক দিপন তিন কন্যা সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার বড় মেয়ে দেবশ্রী পরমা তিথি, তার বাবার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।
এদিকে, ‘আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাই’ (আবহবিচ )এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও বর্তমান সভাপতি মুকির হোসেন চৌধুরী সংগঠনের সাধারণ সম্পাদক দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত সাংবাদিক দেবব্রত রায় দিপনের আশু রোগ মুক্তি কামনা করেছেন।
দিপনের চিকিৎসার বিপুল ব্যয় জগোতে তার সহকর্মী-শুভানুধ্যায়ী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুকির হোসেন।।
যেভাবে দিপনের চিকিৎসায় সহায়তা করা যাবে-
Dipon
Phone +880 1711-968146 (Bkash)
DEBABRATA ROY DIPON
AC NO 190151105486
DUTCH -BANGLA BANK LTD
UPOSHOR BRANCH Sylhet
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন