• ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙ’চুর, প্রধান আ’সা’মি আ’ট’ক

sylhetnewspaper.com
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪
জৈন্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙ’চুর, প্রধান আ’সা’মি আ’ট’ক

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও গাড়ি পোড়ানো মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টায় উপ-পরিদর্শক সাহিদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় জৈন্তাপুর পূর্ব বাজার হতে জৈন্তাপুর মডেল থানায় ২০ জানুয়ারি তারিখের মামলা নং-০৯ এর প্রধান আসামি জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের গৌরীশঙ্কর গ্রামের কবির আহমদের ছেলে হারুন আহমদ সজিব (১৯)-কে আটক করা হয়। উক্ত আসামি মামলার ঘটনার ২০ জানুয়ারি তারিখে রাত ১২:৪৫ ঘটিকার সময় হাতে লাঠিসোটা নিয়ে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি জীপ গাড়ি ভাংচুর করে এবং পরে ভাংচুর শেষে উক্ত জীপ গাড়িতে আগুন লাগিয়ে দেয়। উক্ত আসামিকে ২৫ জানুয়ারি সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম পিপিএম বলেন, এঘটনায় একজনকে আটক করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে প্রকৃত আসামিদের চিহ্নিত করে জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন