• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নগরীর নয়াসড়কে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

sylhetnewspaper.com
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
নগরীর নয়াসড়কে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

সিলেট নগরীর নয়াসড়কে ছিনতাইকারীর কবলে পড়েন এক গৃহবধূ। এসময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া করে শহীদ মিয়া (৩০) নামের এক ছিনতাইকারী ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেন। সে জালালাবাদ থানার বাদাঘাট মাঝপাড়া গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতবস্থায় কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

সিলেট কোতোয়ালি থানার এসআই জুনেদ আহমদ জানান, স্থানীয়রা ধাওয়া করে ছিনতাইকারী ধরে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শহীদ মিয়া নামের এক ব্যক্তিকে থানায় নিয়ে আসে।

জানা গেছে, নগরীর নয়াসড়ক এলাকায় এক গৃহবধূ হঠাৎ ছিনতাইয়ের কবলে পড়েন। এসময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরে গণধোলাই দেয়। পরে তাকে আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন