• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটের ১৯আসনের ৯ টিতে নতুন মুখ

sylhetnewspaper.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৪
সিলেটের ১৯আসনের ৯ টিতে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের ৯টিতে নতুন মুখ নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে সিলেটে ২টিতে, হবিগঞ্জে ৩টি, মৌলভীবাজারে ২টি, এবং সুনামগঞ্জে ২টি আসনে এ পরিবর্তন এসেছে। এর মধ্যে সিলেট ৫ এবং হবিগঞ্জ ১ ও ২ আসনে নৌকার প্রার্থীরা ধরাশায়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের কাছে।
নির্বাচিতরা হলেন- সিলেট-১ (সদর) আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীগর) আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪( জৈন্তাপুর- গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে ইমরান আহমদ, তবে সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে নুরুল ইসলাম নাহিদ ।

এদিকে সুনামগঞ্জের দুটি আসনে পরিবর্তন এসেছে। বিজয়ী হয়েছেন নতুন দুই মুখ। বিজয়ীরা হলেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার (নৌকা প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ-৪ (সদর- বিশ্বম্ভরপুর) আসনে ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারাবাজার) আসনে মুহিবুর রহমান মানিক।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনে আওয়ামীলীগের প্রার্থী ময়েজ উদ্দিন শরিফ রুয়েল বিজয়ী।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট মো: আবু জাহির বিজয়ী।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিশাল ব্যাবধানে নৌকার প্রার্থী মো. শাহাব উদ্দিন বিজয়ী।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম নাদেল বিজয়ী।
মৌলভীবাজার-৩( সদর- রাজনগর)আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী জিল্লুর রহমান।
মৌলভীবাজার-৪( শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আব্দুস শহীদ বিজয়ী হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন