• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

হৃদরোগে মারা গেলেন ডিএমপির এডিসি জ্যোতির্ময় সরকার

sylhetnewspaper.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৪
হৃদরোগে মারা গেলেন ডিএমপির এডিসি জ্যোতির্ময় সরকার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

রাতে ডিএমপির মিডিয়া উইংয়ের এডিসি কে এন রায় নিয়তি ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কে এন রায় বলেন, ‘সন্ধ্যায় এডিসি জ্যোতির্ময় সরকার অসুস্থ বোধ করেন। পরে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান তার বডিগার্ড। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে তিনি মারা গেছেন। রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় মরদেহ হাসপাতালেই আছে।’

জ্যোতির্ময় সরকার ২০১২ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ এডিসি ট্রান্সপোর্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা। ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর তিনি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন