• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জে সাদা পোশাকে নৌকা সমর্থককে তুলে নেয়ার অভিযোগ

sylhetnewspaper.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪
জকিগঞ্জে সাদা পোশাকে নৌকা সমর্থককে তুলে নেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জে সাদাপোশাকে নৌকার দুই সমর্থককে উঠিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মানিকপুর ইউপির ফুলতলী গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সাংবাদিক আবুল খায়ের চৌধুরী বলেন, ‘রাত দুইটার দিকে সাদা পোশাকধারী লোকজন তার ছোট ভাই আলবাব হোসেন চৌধুরী ও এনায়েত চৌধুরীকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। তখন তাদেরকে শারীরিক নির্যাতনও করা হয়।

আমার দুই ভাই সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সমর্থক। তাদের বিরুদ্ধে কোনো মামলাও নেই। গভীর রাতে এমন ঘটনায় এলাকার লোকজন আতংকিত হয়ে ডাকাত-ডাকাত বলে চিৎকার করেছেন।’

তাৎক্ষণিক খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে জকিগঞ্জ সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, আমি খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়েছি। কে বা কারা তুলে নিয়েছে সেটা নিশ্চিত হতে পারি নি। এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন