• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিছনাকান্দি সীমান্তে চিনি বহনের সময় বিএসএফ’র গুলিতে যুবক নিহত

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৩
বিছনাকান্দি সীমান্তে চিনি বহনের সময় বিএসএফ’র গুলিতে যুবক নিহত

আলী হোসেন,গোয়াইনঘাট :: পর্যটন এলাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলাস্থ ১নং রুস্তমপুর ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে কাওছার আহমদ (৩০) ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত হয়েছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত-রাত আনুমানিক ৯ টার দিকে সীমান্তের ১২৬৩নং পিলার এলাকা দিয়ে অবৈধ পন্তায় চিনি আনতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে কাওছার আহমদ গুরুতর আহত হন। আহতাবস্থায় কাওছার আহমদ বাড়িতে চলে আসার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। নিহত কাওছার আহমদ ভারত থেকে চিনি বহনের কাজ করে অভাবের সংসার চালিয়ে আসছেন।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বিছনাকান্দি সীমান্তে কাওছার নামের এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে তাৎক্ষণিক থানার এসআই এনামুলকে নিহত কাওছারের বাড়িতে প্রেরন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। রিপোর্ট আসলে বিস্তারিত জানাযাবে।

এ ঘটনায় বিছানাকান্দী সীমান্ত ফাঁড়ির সুবেদার মো: আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ যুবক ভারতীয় চিনি চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। ঘটনার রাতে চিনির চালান আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’র গুলিতে সে নিহত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন