• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিলেট- প্রতিক বরাদ্দেরর আগেই প্রচারণা, স্বতন্ত্র প্রার্থী মুহিবকে জরিমানা

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৩
সিলেট- প্রতিক বরাদ্দেরর আগেই প্রচারণা, স্বতন্ত্র প্রার্থী মুহিবকে জরিমানা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের প্রতিক বরাদ্দের আগেই নিজে নিজে (ট্রাক মার্কা) দিয়ে (পোষ্টার-লিফলেট) ছাপিয়ে প্রচার-প্রচারণা শুরু করেন সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। এতে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে মর্মে তাঁকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা ভুমি অফিসার মো. সম্রাট হোসেন একদল পুলিশ সাথে নিয়ে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।

সিলেট-২ (বিশ^নাথ-ওসমানীনগর) আসনের সতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়েই যেন রীতিমত উত্তাপ ছড়িয়েছেন তিনি। কিন্তু এ রায়ের আদেশ নির্বাচন কমিশনের হাতে পৌঁছার আগেই তিনি (ট্রাক) প্রতিক দিয়ে মাইকিংয়ের পাশাপাশি পোস্টার-লিফলেট ছাপিয়ে প্রচার-প্রচারণা শুরু করেন। এতে আচরণ বিধি লংঘন হয়েছে মর্মে মুহিবুর রহমানকে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ভুমি অীফসার মো. সম্রাট হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন