• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে বিজিবির অভিযানে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পন্য আটক

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৩
জৈন্তাপুরে বিজিবির অভিযানে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পন্য আটক

জৈন্তাপুর সীমান্তে শ্রীপুর বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে। ভারতীয় অবৈধ পন্য বহন কাজে ব্যবহৃত একটি টাটা ট্রাক (ঢাকামেট্রাে-ট ২৪-৮৩২১) গাড়ি জব্ধ করা হয়েছে।

বিজিবি সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়ন-এর অধীনে শ্রীপুর সীমান্ত ফাড়ি (বিজিবি)’র সদস্যরা বাংলাদেশ-ভারত সীমান্তের শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের বিভিন্ন পন্য, শাড়ী, লেহেঙ্গা, শাল, সুয়েটার, রুমাল, বডি লোশন, ক্রীম ইত্যাদি পন্য আটক করেন।

১৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপি’র একটি চৌকষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কোটি ৪৪ লক্ষ ৩১ হাজার ৫ শত টাকা মূল্যের ভারতীয় এসব পন্য আটক করতে সক্ষম হয়।

বিজিবি সিলেট সেক্টরের ব্যাটালিয়ন-৪৮’র অধিনায়ক বিজিবি’র হাতে ভারতীয় অবৈধ পন্য আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন যাবত বিজিবি সীমান্তে চোরাচালান পন্য আটক করতে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

গোপন সংবাদ পেয়ে ১৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপি’র একটি চৌকষ টহলদল জৈন্তাপুর উপজেলার রাংপানি ৪নং বাংলা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিপুল পরিমান এসব পন্য আটক করা হয়েছে। এসময় ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা ভারতীয় অবৈধ মালামাল রেখে পালিয়ে যায়।

এই ব্যাপারে শ্রীপুর বিজিবির ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, বিজিবি’র হাতে আটককৃত অবৈধ মালামাল গুলো কাস্টমস অফিসে জমা দেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন