• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট এমসি কলেজের ছাত্রবাসের পাশে বস্তাবন্দি লাশ

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৩
সিলেট এমসি কলেজের ছাত্রবাসের পাশে বস্তাবন্দি লাশ

মঙ্গলবার রাত সাড়ে ১০ দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, নর্দমায় প্রচন্ড দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ সেখানে উপস্থিত হয়। রাত ১১ টায় পুলিশ বুর‍্যে অফ ইনভেস্টিগেশন সদস্যরাও সেখান থেকে আলামত সংগ্রহ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার পাশে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ বশত পুলিশকে খবর দেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ দুটি বস্তা ভর্তি খন্ড -বিখন্ড মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এবং কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন