শনিবার (৯ ডিসেম্বর) রাতে সিলেট মহানগরের তিন বিএনপি নেতাকে মৌলভীবাজারের বড়লেখা থেকে আটক করেছে র্যাব।পরবর্তীতে রবিবার (১০ ডিসেম্বর) সকালে তাদের সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি তদন্ত দেবাংশু কুমার দে।
এরমধ্যে আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ গত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দিন ফল প্রকাশকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসভবনে হামলায় দায়ের করা মামলার অন্যতম আসামী। কল্লোল ও রাসেল বিএনপির চলমান আন্দোলনের নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আটককৃতরা হলেন – সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমদ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন