• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে সংক্রিয় নারী ছিনতাইকারী মালা,মেঘলা সিন্ডিকেট,টার্গেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার!

sylhetnewspaper.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৩
সিলেটে সংক্রিয় নারী ছিনতাইকারী মালা,মেঘলা সিন্ডিকেট,টার্গেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার!

সম্প্রতি সিলেট নগরীতে দুর্গাপূজাকে সামনে রেখে শীর্ষ নারী ছিনতাইকারী মালা ও নাজমার সংঘবদ্ধ নারী ছিনতাইকারীরা এই প্রতারক দলের হাতে পড়ে সর্বস্ব হারাচ্ছে অনেকেই।চক্রের সদস্যরা ব্যস্ত সড়ক,বিভিন্ন শপিং মলসহ সুবিধামতো জায়গায় অবস্থান নেন।

ভুক্তভোগীরা বলছেন—মালা ও নাজমা বাহিনী তারা যাকে টার্গেট করেন,তার পিছু নিয়ে নির্দিষ্ট স্থানে যাওয়ার পর ঘিরে ধরেন। ধূর্ত এই নারী ছিনতাইকারীরা টার্গেট করা ব্যক্তিকে চোখের পলকে এমনভাবে ঘিরে ফেলে যে,বাইরে থেকে কারো বোঝার উপায়ই থাকে না।এরপর কৌশলে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন।

ভুক্তভোগীরা বলছেন,মালা,নাজমা সিন্ডিকেট চক্রের সদস্যরা সবাই দেখতে সুন্দরী।এদের পোশাকেও থাকে আভিজাত্যের ছাপ।তাদের সহযোগীরা সাধারণত মার্কেট,হাসপাতাল,মাজারে একাকী চলাফেরা করা নারীদের টার্গেট করে তারা।

এরপর অনুসরণ করতে থাকে।সুবিধামতো জায়গায় আসার পরে মুহূর্তেই কৃত্রিম জটলা তৈরি করে চোখের পলকে ছিনিয়ে নেয় সর্বস্ব।

সূত্র বলছে,মালা নাজমা বাহিনীতে ১০ থেকে ১৫ জন নারী পুরুষ ছড়িয়ে রয়েছে সিলেটে। যাদের মূল কাজ ছিনতাই।

অস্ত্র ছাড়াই এই ভিন্ন কৌশলে সর্বস্ব ছিনিয়ে নেয় তারা।এ সময় তাদের আশপাশেও ছড়িয়ে থাকে সশস্ত্র সহযোগীরা।

এমনকি তাদের সহযোগিতা করার জন্য নির্দিষ্ট সিএনজি অটোরিকশা ও চালক রয়েছে। রয়েছে এক শ্রেণির অসাধু পুলিশ সদস্যও।

খোঁজ নিয়ে জানা গেছে,মার্কেট,মাজার শুধু নয়,আছে অন্য কৌশলও। মালা,মেঘনা,চক্রের সদস্যরা যাত্রীবেশে গাড়িতে উঠে অন্য যাত্রীর গায়ের ওপর বমি করার অভিনয় করে টার্গেট করা যাত্রীকে প্রথমে অপ্রস্তুত করে ফেলে।

এরপর তার গয়নাগাটি ছিনতাই করে অভিনব কৌশলে। সম্প্রতি সিলেট বিভিন্ন বিপনি বিতান সহ জিন্দাবাজার এলাকা থেকে মালার সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সদস্যদের অনেকবার আটকও করে পুলিশ।

তারা বিকেলে হানা দেয় সিলেটের ইবনেসীনা হাসপাতাল,পপুলার ডায়গোনেষ্টিক সেন্টারে,।এগুলো ছাড়াও , শাহজালাল( র:) মাজার,শাহপরান মাজার,জিন্দাবাজার বিভিন্ন মার্কেট,ওসমানী হাসপাতাল,এলাকায় প্রায়ই অভিনব কায়দায় ছিনতাই করে।

এবার দুর্গাপূজাকে সামনে রেখে ছিনতাইকারী মালা ও নাজমা,এখন আরো বেপরোয়া।

তার যাত্রীবেশে বিভিন্ন গণপরিবহনে ওঠে। বাসস্ট্যান্ড, রেলস্টেশন,টার্মিনালসহ জনসমাগমস্থলে নিরীহ যাত্রী বা পথচারীদের টার্গেট করে। তার সঙ্গে সখ্য গড়ে তোলে।

একপর্যায়ে ওই ব্যক্তিকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়। ঈদ ও পূজাসহ অন্যান্য উৎসবের সময় তাদের তৎপরতা বৃদ্ধি পায়।

নারী ছিনতাইকারী মালা দক্ষিণ সুরমার সিলাম মাইঝপাড়া মৃত আব্দুল মালেক ও বর্তমান রায়হান মিয়ার মেয়ে।

এদিকে সিলেটে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মালা নাজমা বাহিনীর ছিনতাই চক্রের অপতৎপরতা। নারী হওয়য় এবং নারীর প্রতি মানুষের শ্রদ্ধা ও সহানুভুতি থাকার সুযোগে নারী ছিনতাইকারী ও নারী ছিনতাইকারী মালা ও নাজমা দিনদিন বেপরোয়া হয়ে ওঠেছে।

সিলেটে বহুল আলোচিত পেশাদার নারী দস্যু এই চক্র। মালা ও নাজমা দীর্ঘদিন ধরে নারী চিনতাইকারী ও নারী চোরদের নেতৃত্ব দিয়ে আসলেও এই দুইজন থেকে যায় ধরাছোয়ার বাইরে।

একটি স্বার্থান্বেষী মহলের ছত্রছায়ায় থেকে চালিয়ে যাচ্ছে তার সকল অপরাধ-অপকর্ম।

এ ব্যাপারে জানতে নারী ছিনতাইকারী মালার সাথে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে বিয়ে করে বউ বানিয়ে চুর পালছেন প্রসাসনের এক সদস্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন