• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৩
গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

গঠিত কমিটিকে পকেট কমিটি দাবি করে এবং কমিটিতে জামাত-শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনে শুক্রবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম আবুলের বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল করেন তারা।

মিছিল শেষে পথসভায় সভাপতিত্ব করেন ৯নং ডৌবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মনজুর আহমদ এবং পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান মাহবুব।

মিছিল ও পথসভায় আরো উপস্থিত ছিলেন- ৯নং ডৌবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা বদর উদ্দিন ডালিম, আব্দুন নুর, দেলোয়ার হোসেন, আব্দুন নুর (২), জাহাঙ্গীর হোসেন, হিজবুল বাহার, কাওসার আহমদ, ইমাম উদ্দিন, বাহার উদ্দিন, আব্দুল মুমিন, জাকারিয়া আহমদ, জুবের আহমদ, মজম্মিল আলী, সালেহ আহমদ, তরিক উদ্দিন, বাচ্চু রাম দাস, আব্দুর রহিম, মাহিন আহমদ, বক্কর উদ্দিন, আতিক আহমদসহ ৯নং ডৌবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন