• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে স্কুল ছাত্র খুনের ঘটনায় অন্যতম আসামী ছোট জাহিদ গ্রেফতার!

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৩
সিলেটে স্কুল ছাত্র খুনের ঘটনায় অন্যতম আসামী ছোট জাহিদ গ্রেফতার!

সিলটে ৫ বছর পর স্কুলছাত্র আবুল হোসাইন জাহিদ হত্যা মামলার অন্যতম আসামি জাহিদ আহমদ প্রকাশ(ছোট জাহিদ)(১৯)গ্রেফতার করেছে সিআইডি পুলিশের একটি দল।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত ছোট জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরআগে ওইদিন সকাল ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জাহিদকে নগরের উপশহর ডি ব্লকের ৩৪ নম্বর রোডের ১০ নম্বর বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত জাহিদ মৌলভীবাজারের বড়লেখা থানার সুজানগর গ্রামের মোজাম্মেল আলীর ছেলে।

নিহত জাহিদ সিলেট নগরের সৈয়দনিবাগ এলাকার বাসিন্দা মো.আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি সিলেটের সাব-ইন্সপেক্টর রিপন কুমার দে।

তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে উপশহরের বাসা থেকে স্কুলছাত্র জাহিদ হত্যা মামলার অন্যতম আসামী জাহিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহিদ নিহত আবু হোসাইন জাহিদ হত্যা মামলায় পূর্বে গ্রেফতারকৃত ফজর আলীর দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে জাহিদসহ অন্যান্য আসামীর নাম জবানবন্দীতে উল্লেখ করে।

পরে গ্রেফতারকৃত জাহিদের ঠিকানা যাচাই-বাছাই করেও শনাক্ত করতে পারেনি পূর্বে দুটি তদন্তকারী সংস্থা। এরপর মামলাটি যখন আদালতের নির্দেশে সিআইডির কাছে আসলো তখন জাহিদের নাম ঠিকানা সংগ্রহ করতে সক্ষম হয় পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন