• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

সিসিকের নবনির্বাচিত কাউন্সিলর রুমি’র সাথে শেফালী ফেরদৌসের শুভেচ্ছা বিনিময়!

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১২, ২০২৩
সিসিকের নবনির্বাচিত কাউন্সিলর রুমি’র সাথে শেফালী ফেরদৌসের শুভেচ্ছা বিনিময়!

সিলেট সিটি কর্পোরশনের ১৯.২০.ও ২১ নং ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা রুমিকে ২০ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি শেফালী ফেরদৌস এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১১ জুলাই মোঙ্গলবার নবনির্বাচিত মহিলা কাউন্সিলরের বাসায় সংর্বধনা প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় নবনির্বাচিত মহিলা কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা রুমিকে ফুল দিয়ে মিষ্টি মুখ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ২০ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি শেফালী ফেরদৌস।

এ সময় নবনির্বাচিত মহিলা কাউন্সিলর বলেন, এ বিজয় শেখ হাসিনার গণতন্ত্র প্রতিষ্ঠার বিজয়। এ বিজয়ে যারা বাধা দেয়ার অপচেষ্টা করেছিলো তারা গণতন্ত্রের ঢেউয়ে ভেসে গিয়েছে। শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য গণতন্ত্র এনে দিয়েছেন।

আমাদের এই গণতন্ত্রকে আরো মজবুত করতে সকলকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। সংবর্ধনাকালে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে করে কাউন্সিলর নার্গিস সুলতানা রুমি বলেন, ‘আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করে আমার এই ওয়ার্ডকে উন্নয়নের সর্বোচ্চ স্থানে নিয়ে যাবো ও এলাকাবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশা আল্লাহ।

’ তিনি আরো বলেন, ‘আপনারা নির্বাচনে আমাকে জয়ী করতে প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নিরলসভাবে কাজ করেছেন এবং বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন। এ জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন