• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মাছিমপুরে গরুর হাট বাসানো নিয়ে ২ কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ.আহত ৫

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ২৩, ২০২৩
মাছিমপুরে গরুর হাট বাসানো নিয়ে ২ কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ.আহত ৫

সিলেট মহানগরীর মাছিমপুর এলাকায় পশুর হাট বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে দুই কাউন্সিলরের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,মাছিমপুরে গরুর হাটের জন্য জেলা পরিষদ টেন্ডার আহবান করে।তবে তা পাওয়ার আগেই ৮নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আকতার রুমির স্বামী মনজু মিয়া ও তার দুই ভাই দিপু ও অপি হাটের জায়গায় বাঁশ বসানো থেকে অন্যান্য কাজ শুরু করেন। এতে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের ভাই হারুন রশিদ খছরু বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে উভয়পক্ষের পাঁচ জন আহত হন। তাদের মধ্যে দু’জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চান মিয়ার ছেলে ইরান আহমদ ইমন ও হেলাল আহমদের ছেলে সালমান (২৩)।

তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন