• ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

নগরীর বিভিন্ন এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ১৯, ২০২৩
নগরীর বিভিন্ন এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ

সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

শুক্রবার (৯জুন) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন,সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকা বা ওয়ার্ডগুলো পুরানো ওয়ার্ডগুলো থেকে উন্নয়নের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে।

আমি এসব ওয়ার্ডের আনাচেকানাচে অনেকদিন থেকেই ঘুরছি। মানুষের সাথে কথা বলছি,সমস্যাগুলো উপলব্ধি করছি।এসব সমস্যা দূর করে এসব ওয়ার্ডকে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা ও প্রকল্প প্রণয়ন জরুরী।

যদি আমার উপর আপনারা আস্তা রাখেন এবং আমাকে মেয়র হিসাবে নির্বাচিত করেন তাহলে অবশ্যই বিশেষ পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন করে পিছিয়ে পড়া ওয়ার্ডগুলোকে এগিয়ে নেয়া হবে।

তিনি নিজের বক্তব্যে সেসব সমস্যা সমাধানে সবার পরামর্শ নিয়ে প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়নের আশ্বাস দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি সবার দোয়া ও ভালোবাসার প্রত্যাশা ব্যাক্ত করেন।

এসময় তার সাথে ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, কামাল আহমদ, মিসবাউর রহমান, আনোয়ার আলী, জামাল আহমদ খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ,জাবেদ আহমদ,আসাদুজ্জামান দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন