• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জন্ম সুনামগঞ্জে, জাতীয় পরিচয়পত্রে ‘তুরস্ক’

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২২
জন্ম সুনামগঞ্জে, জাতীয় পরিচয়পত্রে ‘তুরস্ক’

সুনামগঞ্জ সদর উপজেলার জাকুয়ান আহমদ প্রাপ্তবয়স্ক হয়ে সম্প্রতি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। সেটি হাতে পেয়ে উল্টে দেখেন, দেশের নাম লেখা তুরস্ক।

তিনি জানান, এখন এই ভুল তথ্যের কারণে তার কোনো কাজ হচ্ছে না।

জাকুয়ানের বাড়ি সদরের কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামে। জাতীয় পরিচয়পত্রে দেশের নাম তুরস্ক দেখে তিনি সোমবার সেটি নিয়ে জেলা নির্বাচন অফিসে যান।

তিনি বলেন বলেন, ‘আমার ভোটার আইডি কার্ডে সব কিছু ঠিকঠাক আছে। জন্মস্থানে কেবল তুরস্ক লেখা। এতে আমি নানা বিড়ম্বনায় পড়েছি।

‘নির্বাচন অফিসে যোগাযোগ করার পর তারা সফটওয়্যার ঘেঁটে জানিয়েছেন দ্রুত সমাধান হয়ে যাবে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত আমি চেক করেও আগের মতো রয়ে যেতে দেখেছি।’

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, ‘সফটওয়্যারের সমস্যার কারণে এটি হয়েছে। তবে ওই তরুণ আমাদের সঙ্গে দেখা করার পর আমরা তা সংশোধন করে দিয়েছি। এখন (বুধবার) অনলাইনে তার আইডি কার্ড যথাযত দেখাচ্ছে।’

এমনই এক ঘটনা কিছুদিন আগে ঘটেছে মৌলভীবাজারে। সেখানে এক নারীর পরিচয়পত্রে দেশের নাম এসেছে ভেনেজুয়েলা।

শিউলি বেগম নামে ওই নারীর বাড়ি পৌর শহরে।

তিনি গত রোববার বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন জমা দিয়েছিলাম। সংশোধনের ম্যাসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমার জন্মস্থানের জায়গায় লেখা ভেনেজুয়েলা! বিষয়টি দেখার পর কী করবো বুঝতে পারছি না।’

নাম প্রকাশ না করার শর্তে আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, প্রায় ২ মাস আগে সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে তাকে অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির পর আবেদন মঞ্জুরের ম্যাসেজ পেয়ে শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন- তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন