• ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক মোহিদের বিরুদ্ধে মামলায় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৪, ২০২২
সাংবাদিক মোহিদের বিরুদ্ধে মামলায় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক একাত্তরের কথা পত্রিকার জ্যেষ্ঠ সহসম্পাদক মো. মোহিদ হোসেনের বিরুদ্ধে জায়েদা আক্তার শান্তা নামের এক নারীর মামলা দায়েরের ঘটনায়

সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন,

ঢাকার খিলগাঁও নন্দীপাড়ার মৃত মোহন মিয়ার মেয়ে বর্তমানে সিলেট মহানগরীর তেলিহাওর এলাকার বাসিন্দা জায়েদা আক্তার শান্তা কর্তৃক নানা ধরনের অপপ্রচারের পরিপ্রেক্ষিতে সাংবাদিক মো. মোহিদ হোসেন গত ৩ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর জায়েদা আক্তার শান্তা সাংবাদিক মো. মোহিদ হোসেনের বিরুদ্ধে ৬ জুলাই জালালাবাদ থানায় মিথ্যা অভিযোগ এনে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন, যা হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন