সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক হত্যাকাণ্ডের বিরোধে প্রতিপক্ষের আবদুল কাদির(৪০)নামের একজনকে খুন করা হয়েছে।
এসময় হত্যাকাণ্ডের শিকার কাদিরের টিনশেডের পুরো বসতঘরে অগ্নিসংযোগ চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আরও অন্তত ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন।বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
কাদির উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে।
শুক্রবার(১৫ জুলাই)সন্ধ্যার দিকে গোয়ানইঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামে এ হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- গত ৪ বছর পূর্বে দক্ষিণ লাবু গ্রামবাসীর সঙ্গে নিহত কাদিরের পিতা আবদুল খালিকের সঙ্গে এক হত্যাকাণ্ডের বিরোধ চলছিল।
এ ঘটনায় উভয় পক্ষও মামলা করেন। এনিয়ে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সন্ধ্যার পরপর আব্দুল খালিকের বাড়িতে প্রতিপক্ষ সাবেক মেম্বার শামসুদ্দিনের লোকজন আক্রমণ চালান।
এসময় আবদুল খালিকের পুত্র আবদুল কাদির (৪০) কে ধারালো অস্ত্র দিয়ে মেরে পেলেন এবং তাদের বাড়িতে অগ্নিসংযোগ চালিয়ে সমস্ত বসতঘর পুড়িয়ে দেয়। এছাড়া এ ঘটনায় আরও ৫-৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত কাদিরের লাশ উদ্ধার করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরো বলেন- পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে কাজ করছে।
হত্যাকাণ্ডে মারা যাওয়া কাদির অন্য একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী ছিলেন বলেও জানান তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন