তারুণ্যের আলোয় আলোকিত হোক আমার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে স্বপ্ন রঙ ফাউন্ডেশন বাংলাদেশের সমাজের অসহায়,দরিদ্র,এতিম অসচ্ছল মানুষদের কে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় স্বপ্ন রঙ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে ❝আজিমপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় সামান্য কিছু খাবার দেওয়া হয়েছে।
কচুপাতার উপর জমে থাকা শিশির বিন্দুর মতোই ঠুনকো আমাদের এ জীবন। হালকা বাতাসেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায়। তাই জীবনের সুন্দরতম অবস্থায় থাকার সময়ই আমাদের প্রত্যেকের উচিত আমাদের আশেপাশে থাকা অসহায় মানুষদের জন্য কিছু করে যাওয়া,তাদের পাশে দাঁড়ানো,তাদের হৃদয়ে জমে থাকা স্বপ্ন গুলোকে আমার আপনার হাত দিয়ে পূরণ করার সামান্যটুকুন চেষ্টা করা। তবেই আপনি দেখতে পারবেন আপনার জীবনের কঠিনতম সময়ে মহান প্রভু আপনাকে এমন এমন জায়গা থেকে সাহায্য করবেন যা আপনি কখনো কল্পনাই করেননি।ভালো থাকুন আপনি সে প্রত্যাশাই করি মহান প্রভুর দরবারে।বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন