• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহির নিহত

sylhetnewspaper.com
প্রকাশিত মে ১৯, ২০২২
দক্ষিণ সুরমায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহির নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক চাপায় শাহ মাহি (১৮) নামে এক মোটরসাইকেল আরোহি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) বিকেলে উপজেলার চকেরবাজার শাহী ঈদগাহর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহি দক্ষিণ সুরমার সিলাম শেখপাড়া গ্রামের মৃত তিতন শাহ’র ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চকেরবাজারের উদ্দেশ্যে বের হন। এমন সময় সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় যথাযথ ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন