• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমার হোটেল তিতাসে পুলিশের অভিযান, ৬ নারীসহ আটক ৯

sylhetnewspaper.com
প্রকাশিত মে ৯, ২০২২
দক্ষিণ সুরমার হোটেল তিতাসে পুলিশের অভিযান, ৬ নারীসহ আটক ৯

সিলেট নগরের দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬জন নারীসহ ৯ জনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। গতকাল রোববার বিকেল আনুমানিক চারটার দিকে এই অভিযান চালায় দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল।

সোমবার (৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।

এতে বলা হয়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা এলাকার কদমতলীতে তিতাস আবাসিক হোটেলের ২য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই ৯জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোজাম্মেল হক (২২), মো. আব্দুল করিম (২৮), সোহেল (২৮), নিহার আক্তার (২১), রিমা (১৯), মনি (২৬), আঁখি (২৪), শান্তা (২৫), ও নীলা (১৯)

আটকের পর আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর (নং-৫৪) অ্যাক্টের ৭৭ আদালতে দাখিল করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন