সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
এবার দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।
ফলে সৌদিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে আগামী সোমবার(২ মে)।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,শনিবার(৩০ এপ্রিল) সৌদি আরবের‘চাঁদ দেখা কমিটি-এর পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।
তার আগেই দেশটির নাগরিকরা কোথাও চাঁদ দেখতে পেলে সেই তথ্য কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।
তবে শনিবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।
ফলে রোববার ৩০ রোজা পূরণ করে আগামী সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ওইদিন সৌদির সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতেও ঈদ উদযাপিত হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন