• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটের রুস্তমপুরে মুসল্লিদের উপর পরিকল্পিত হামলা :আহত ৮

sylhetnewspaper.com
প্রকাশিত মে ১, ২০২২
গোয়াইনঘাটের রুস্তমপুরে মুসল্লিদের উপর পরিকল্পিত হামলা :আহত ৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিছনাকান্দি জামে মসজিদে মুসল্লিদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

এ হামলায় ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্তায় ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে ৫ জনের অবস্তা খুবই গুরুতর।
শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মাত্রই মুসল্লিদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়।

জানা গেছে, বিছনাকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের ছেলে নাসির উদ্দিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে মুসল্লিদের উপর এ হামলা চালায়। এসময় মুসল্লিদের চিৎকার শুনে পার্শ্ববর্তী গ্রামের লোকজন এসে দুর্বৃত্তদের হাত থেকে মুসল্লিদের উদ্ধার করেন। পরে রক্তাত্ব অবস্তায় অাহতদের দ্রুত ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

হামলায় আহতরা হলেন, বিছনাকান্দি গ্রামের বাসিন্দা ছয়দুর রহমান, বিলাল আহমদ, সালাউদ্দিন সেলিম, মাসুদুর রহমান, জয়নাল আবদীন, নাসিম আহমদ, একরামুল হক জাবের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন