• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,সিলেটে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২২
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,সিলেটে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে সিলেটের পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৭ এপ্রিল) র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এবং বিএসটিআইর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।র‌্যাব সূত্রে জানা গেছে,বুধবার এসএমপির শাহপরাণ (রঃ) ও মোগলাবাজার থানাধীন এলাকার ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানকালে প্যাকেটে ওজন পরিমাপে কম দেওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত মধুবনকে ৮০ হাজার টাকা, ফুলকলিকে ৩০ হাজার টাকা,রাজমহলকে ৮০ হাজার টাকা, মেসার্স দুধওয়ালাকে ৫০ হাজার টাকা এবং মেসার্স রনি এডিবল অয়েল এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন