• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নগরীর ছড়ারপার ও মাছিমপুরে দু’এলাকার সংঘর্ষ, গুলাগুলি

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২২
নগরীর ছড়ারপার ও মাছিমপুরে দু’এলাকার সংঘর্ষ, গুলাগুলি

ছবি তারেক চৌধুরী রাহেল!

সিলেট মহানগরীর ছড়ারপার ও মাছিমপুরে দুই এলাকার সংঘর্ষ চলছে।

আজ বুধবার ইফতারের পর সংঘর্ষের খবর পাওয়া যায়।তবে এর কারণ এবং সংঘর্ষে জড়িত পক্ষগুলো সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

সংঘর্ষের সময় একদল লোক সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সংঘর্ষ চলাকালে গুলাগুলির শব্দও শোনা গেছে।

এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপালে নেয়া হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা পুলিশের ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, তিনি হাজিরার কাজে ঢাকায় অবস্থান করছেন। সংঘর্ষের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

রাত ৯টার দিকে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছিল বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন