• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হরিপুরে নিরীহ ব্যবসায়ীদের দোকানে অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ৫, ২০২২
হরিপুরে নিরীহ ব্যবসায়ীদের দোকানে অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারের জমি ক্রয়ের সংক্রন্ত বিষয় নিয়ে বিরুদের জের ধরে টানা ১০ ঘন্টা সংঘর্ষে ঘটনায় একজন নিহত, আহত শতাধিক৷ চেয়ারম্যান আব্দুর রশিদ এর লোকজনের বিরুদ্ধে হরিপুর বাজারে হাউদপাড়া গ্রামের নিরীহ ব্যবসায়ীদের দোকান ঘরে অগ্নি সংযোগ ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। কিন্তু বর্তমানে উত্তেজনা ও হামলার ভয়ে কেউই মুখ খুলছেনা।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার ৩ এপ্রিল দিবাগত রাতে হরিপুর বাজারে জমি ক্রয় করাকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ এর সাথে হাউদপাড়া গ্রামবাসীর কথা কাটাকাটি ঘটনা ঘটে৷ এঘটনার জের ধরে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ টানা ১০ ঘন্টার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের হামলায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন৷

সোমবার ৪ এপ্রিল ভোর হতে সংষর্ষে থামাতে দফায় দফায় মধ্যস্থতাকারীরা চেষ্টা চালান৷ সকাল অনুমান ৭টার দিকে সংঘর্ষ থামাতে গিয়ে উভয় পক্ষের হামলায় ঘটনা স্থলেই নিহত হন ফতেহপুর ইউপির হেমু ভাটপাড়া গ্রামের ছিফত উল্লার ছেলে মাওলানা সালেহ আহমদ (৩৪)৷এছাড়া সংঘর্ষে ঘটনায় পুলিশ সহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হন৷ ঘটনার নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হলে সকাল ৮টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়৷

অপরদিকে চেয়ারম্যান আব্দুর রশিদ এর লোকজন হরিপুর বাজারে হাউদপাড়া গ্রামবাসীর দোকান ঘরে অগ্নি সংযোগ,মোটর সাইকেলে আগুন, হোটেলে ভাংচুর,ফার্নিচার দোকানে আগুন, মুদি দোকান লুটপাট,বাজার পশুর হাট অফিস অগ্নি সংযোগ করেন। এমন অভিযোগ হাউদপাড়া গ্রামবাসীর।

এদিকে সংষর্ষের ঘটনার খবর পেয়ে সকাল ১০ টা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান,সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান,পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ পিপিএম,জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) রিপামনি দেবী, আ.লীগ নেতা আলা উদ্দিন প্রমুখ৷

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পাওয়ার পর হতে পরিস্থিতি নিয়ন্ত্রন নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ এলাকার গন্যমান্যদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাই৷ সকাল ৮টায় বাজার এলাকা পুলিশের নিয়ন্ত্রনে নেই৷ ১ঘটনায় ১জন মধ্যস্থতাকারী নিহত হন এবং পুলিশ সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন