• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তিযোদ্ধার-কাফনের টাকা আত্মসাতের অভিযোগ

sylhetnewspaper.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২২
মুক্তিযোদ্ধার-কাফনের টাকা আত্মসাতের অভিযোগ

কোম্পানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মৃত মো. আ. মতলিবের দাফন কাফনের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তার স্ত্রী ময়মনা খাতুন। দাফন কাফনের টাকা কে বা কারা উত্তোলন করেছেন এ তথ্য জানতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে লাঞ্চনারও শিকার হয়েছেন ময়মনা বেগম।

এ ব্যাপারে তিনি রোববার (২৭ ফেব্রুয়ারি) বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন। যার ডকেট নম্বর-৬১ (তাং- ২৭/০২/২২)

ময়মনা খাতুন উপজেলার পাড়ুয়া এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে ময়মনা বেগম উল্লেখ করেন, ২০২১ সালের ১৭ জানুয়ারি মারা যান বীর মুক্তিযোদ্ধা আ. মতলিব। তাঁর মৃত্যুর পর সরকার থেকে দাফন-কাফন বাবদ যে টাকা দেওয়া হয় তারা তিনি ও তাঁর পরিবারের কেউ উত্তোলন করেননি।

কিন্তু কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানতে পারেন, ২০২২ সালের জানুয়ারি মাসে কে বা কারা টিপসই দিয়ে ওই টাকা উত্তোলন করে নিয়েছে। তার স্বামীর মৃত্যুর পর সরকারের তরফ থেকে দেওয়া দাফন-কাফনের টাকা উপজেলা প্রশাসন থেকে অন্য কেউ উত্তোলন করে নিয়ে গেছে। এ ব্যাপারে জানতে গত ২৪ ফেব্রুয়ারি ময়মনা ও তাঁর ছেলে আলমগীর আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে বিষয়টি অবগত করা মাত্রই নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং উত্তেজিত হয়ে তাদের গালমন্দ করে কার্যালয় থেকে তাড়িয়ে দেন।

তবে এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সাথে সেদিন আমার কোনো কথাই হয়নি। তবে তাঁর ছেলের সঙ্গে কথা হয়েছে। ছেলের কাছ থেকে অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •