• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক এম এ মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

sylhetnewspaper.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২২
সাংবাদিক এম এ মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক এম এ মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠনের বন্দরবাজারস্থ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মোক্তাদির, সাধারণ সম্পাদক সুনির্মল সেন, অর্থ সম্পাদক মোশারফ হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদ আহমদ খান, সাংবাদিক তোফায়েল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, সাংবাদিক এম এ মালেক গত দুই মাস ধরে স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। এছাড়া তার ডান পায়ের গোড়ালিতে সমস্যা থাকায় ঢাকার পঙ্গু হাসপাতাল ও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন