• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ছেলের মৃত্যু খবরে মারা গেলেন বাবাও

sylhetnewspaper.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২২
জগন্নাথপুরে ছেলের মৃত্যু খবরে মারা গেলেন বাবাও

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলের মৃত্যুর খবর শুনে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন বাবাও।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মারা যান ছেলে। খবর শুনে বুধবার ভোরে বাবারও মৃত্যু হয়।

উপজেলার বুধরাইল (মুরাদাবাদ) গ্রামে এ ঘটনা ঘটে। নিজ বাড়িতেই তাঁদের মৃত্যু হয়। আজ বুধবার বাবা-ছেলেকে দাফন করে পরিবার।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ওই গ্রামের আলী আহমদ (৫৫) এবং তার বাবা সয়ফুল্লাহ (৮০)। তারা দুজনই স্বর্ণের দোকানের কারিগর ছিলেন।

এলাকাবাসী জানান, আলী আহমদ বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। তার মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন বাবা সয়ফুল্লাহ। ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য আকিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন