• ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ওসমানী শিশুপার্কের সামনে মালিক-শ্রমিকদের সংঘর্ষ

sylhetnewspaper.com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২২
ওসমানী শিশুপার্কের সামনে মালিক-শ্রমিকদের সংঘর্ষ

সিলেট নগরীতে লেগুনার মালিক ও চালক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর ধোপাদিঘিরপাড়স্থ ওসমানী শিশু উদ্যানের সামনে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

জানা যায়, নগরীর সোবহানীঘাটে লেগুনা স্ট্যান্ড দখল নিয়ে চালক ও শ্রমিকদের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। হামলায় উভয় পক্ষের ১০ আহত হয়েছেন। এসময় কয়েকটি গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে থাকা সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তিনি জানান, সংঘর্ষের পরে ওসমানী শিশু উদ্যানের সামনের লেগুনা স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়েছে। কোন পক্ষ লিখিত অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •